News71.com
 International
 03 Dec 23, 10:41 PM
 146           
 0
 03 Dec 23, 10:41 PM

প্যারিসে ছুরিকাঘাতে এক জার্মান পর্যটক নিহত

প্যারিসে ছুরিকাঘাতে এক জার্মান পর্যটক নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সেন্ট্রাল প্যারিসে আইফেল টাওয়ারের কাছে একটি রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক জার্মান পর্যটক নিহত এবং আরও অন্তত দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, এক পর্যটক দম্পতির কাছে গিয়ে সন্দেহভাজন ব্যক্তি একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। তখন ওই হামলাকারীকে পুলিশ তাড়া করে। গ্রেফতারের আগেই সে আরও দুইজনকে আঘাত করে। এতে তারাও আহত হন। 

 

সেন্ট্রাল প্যারিসের ওই হামলার ঘটনার পর নিরাপত্তাবাহিনী ২৬ বছরের এক ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে এক হামলার পরিকল্পনা করার জন্য ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দারমানিন জানান, হামলাকারী অনেকদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় এক্সে এক পোস্টে সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন