News71.com
 International
 01 Dec 23, 05:45 PM
 154           
 0
 01 Dec 23, 05:45 PM

গাজায় যুদ্ধবিরতি শেষে ইসরাইলি হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতি শেষে ইসরাইলি হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ঘণ্টা খানিক সময় আগেই হামলা চালানো শুরু করেছে ইসরাইল। হামলা শুরুর পরবর্তী দুই ঘণ্টায় গাজাজুড়ে বিভিন্ন অবস্থানে অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে জাবালিয়া ও গাজা সিটিতে ৭ জন, খান ইউনিসে ও রাফাহে ১২ জন এবং অবরুদ্ধ গাজার কেন্দ্রে অবস্থিত আল-মাগাজি এলাকায় ইসরাইলি হামলায় আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন