
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী পুলিশ সহযোগিতা ও অপরাধ নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। জন্মের পর থেকেই ১০০ বছর ধরে বিশ্বের কুখ্যাত অপরাধীদের পেছনে ছুটছে। আগের নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন (আইসিপিসি)।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক নিরপেক্ষতা, সহযোগিতা এবং মানবাধিকারের প্রতি সম্মানকে অগ্রাধিকার দিয়ে নতুন আইন গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারপোল। বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিয়নে। চলতি বছরে ১০০ বছর পূর্ণ করেছে বিশ্বের বৃহত্তম এই আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
ইন্টারপোলের ডাটাবেসে ১২৫ মিলিয়ন পুলিশ ফাইল রয়েছে। আর প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) অনুসন্ধান গ্রহণ করে সংস্থাটি। বর্তমানে সংস্থাটিতে বিশ্বের সাতটি আঞ্চলিক ব্যুরো ও ১৯৬টি সদস্য রাষ্ট্রের একটি জাতীয় কেন্দ্রীয় ব্যুরো রয়েছে। শতবর্ষের পর মঙ্গলবার ভিয়েনায় ৯১তম বার্ষিক সাধারণ সমাবেশের আয়োজন করে ইন্টারপোল। সমাবেশ উদ্বোধন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। উদ্বোধনী বক্তৃতায় তিনি বিশ্বব্যাপী সংঘটিত অপরাধ বৃদ্ধির মুখে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছেন।