News71.com
 International
 28 Nov 23, 11:12 PM
 231           
 0
 28 Nov 23, 11:12 PM

দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় একটি প্লাটিনাম খনিতে লিফট ছিঁড়ে অন্তত ১১ শ্রমিক নিহত এবং আরো ৭৫ জন আহত হয়েছেন। সোমবার ইম্পালা প্লাটিনাম কোম্পানির ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। যেটিকে কোম্পানিটির ইতিহাসের ‘সবচেয়ে কালো দিন’ বলে বর্ণনা করেছেন প্রধান নির্বাহী নিকো মুলার।

 

খনি কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের খনির ভেতর থেকে উপরে তোলা এবং নিচে নামানোর কাছে ব্যবহৃত একটি লিফটের তারে কোনো একটি সমস্যার কারণে হঠাৎ করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্লাটিনাম, সোনা এবং অন্যান্য খনিজ দ্রব্য উৎপাদনকারী বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। সেখানে বিশ্বের সচেয়ে গভীর খনিগুলোর কয়েকটি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন