News71.com
 International
 28 Nov 23, 09:23 AM
 198           
 0
 28 Nov 23, 09:23 AM

প্যারিসে শিক্ষক হত্যার অভিযোগে ছয় কিশোরের বিচার শুরু

প্যারিসে শিক্ষক হত্যার অভিযোগে ছয় কিশোরের বিচার শুরু

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্যারিসে ২০২০ সালে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ছয় কিশোরের বিচার শুরু হয়েছে। ৪৭ বছর বয়সি ঐ শিক্ষককে ছুরিকাঘাত করার পর তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছিল। প্যাটির হামলাকারী ১৮ বছর বয়সি চেচেন শরণার্থী আব্দুল্লাখ আনজরভ ঘটনাস্থলে পুলিশের গুলিতে প্রাণ হারায়। 

 

ইতিহাস ও ভূগোলের শিক্ষক প্যাটি শ্রেণিকক্ষে হাস্যরস বিষয়ক ম্যাগাজিন শার্লি এব্দোতে মহানবিকে নিয়ে প্রকাশিত কার্টুন দেখিয়েছেন- সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়। ফ্রান্সে বাকস্বাধীনতা আইন নিয়ে আলোচনার সময় প্যাটি এই ম্যাগাজিন ব্যবহার করেছিলেন। ফ্রান্সে ধর্ম অবমাননা বৈধ ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে হাস্যরসের দীর্ঘ ইতিহাস রয়েছে।

 

২০১৫ সালে কার্টুনগুলো প্রথমবার প্রকাশের পর বন্দুকধারীরা শার্লি এব্দোর কার্যালয়ে ঢুকে ১২ জনকে হত্যা করেছিল। প্যাটি হত্যার কয়েক সপ্তাহ আগে শার্লি এব্দোতে ঐ কার্টুনগুলো আবার ছাপা হয়েছিল। 

যে ছয় কিশোরের বিচার চলছে, তাদের মধ্যে পাঁচজনের বয়স প্যাটি হত্যাকাণ্ডের সময় ১৪ বা ১৫ ছিল। কিশোর আদালতে তাদের বিচার চলবে। তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে হত্যাকারীকে প্যাটিকে চিনিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।     

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন