News71.com
 International
 27 Nov 23, 06:36 PM
 174           
 0
 27 Nov 23, 06:36 PM

বাংলাদেশ ও নেপাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস দিল্লীতে স্থানান্তর

বাংলাদেশ ও নেপাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস দিল্লীতে স্থানান্তর

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার জানিয়েছেন, উত্তর কোরিয়া ২০ নভেম্বর বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে, দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে।

 

তবে ওই কর্মকর্তা মনে করেন, আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে। দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে, দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন