News71.com
 International
 27 Nov 23, 06:31 PM
 147           
 0
 27 Nov 23, 06:31 PM

চীন ও ভারতের পর্যটকদের সুখবর দিল মালয়েশিয়া

চীন ও ভারতের পর্যটকদের সুখবর দিল মালয়েশিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যটক বাড়ানোর চেষ্টা করছে মালয়েশিয়া। চীন ও ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এ দুটি দেশের মালয়েশিয়া ভ্রমণে কোনো ধরনের ভিসা লাগবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেওয়া ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন। এদিকে ভিসা ফি বাতিল করার সঙ্গে ভারত ও চীনের জন্য ভিসা উন্নত করার পরিকল্পনা রয়েছে মালয়েশিয়ার। মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন