News71.com
 International
 27 Nov 23, 06:31 PM
 191           
 0
 27 Nov 23, 06:31 PM

ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে ২০ জন নিহত

ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে ২০ জন নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাতের পৃথক ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার রাজ্যটির দাহোদ জেলায় চারজন, ভারুচে তিনজন, টাপিতে দুজন এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকাণ্ঠ, বোটাদ, খেরা, মেহসানা, পঞ্চমহল, সবরকণ্ঠ, সুরাট, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকা জেলায় একজন করে নিহত হয়েছেন।   

 

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, অসময়ে গুজরাটজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতে শনিবার আরও আটজনের মৃত্যু হয়েছে। কয়েকটি এলাকায় এ দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে। রোববার গুজরাটের ২৫১টি তালুকের মধ্যে ২২০টিতে ভোর ৬টা থেকে পরবর্তী ১০ ঘণ্টায় ৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। এর আগেরদিন রাজ্যটির প্রধান শহর আহমেদাবাদে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন