News71.com
 International
 24 Nov 23, 06:02 PM
 209           
 0
 24 Nov 23, 06:02 PM

হামাসের নৌবাহিনীর কমান্ডার অমর আবু জাল্লা নিহত

হামাসের নৌবাহিনীর কমান্ডার অমর আবু জাল্লা নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার খান ইউনিসে বিমান হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার অমর আবু জাল্লা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

আইডিএফ জানিয়েছে, অমর আবু জাল্লা গাজায় যুদ্ধের শুরু থেকেই বেশ কয়েকটি নৌ হামলার সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলা ব্যর্থ করেছে ইসরাইলের সেনাবাহিনী। আইডিএফের দাবি, হামাসের অস্ত্র গুদাম, উপকূলের কাছে টানেল, প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস করেছে তাদের নৌ গোয়েন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন