News71.com
 International
 23 Nov 23, 07:48 PM
 155           
 0
 23 Nov 23, 07:48 PM

ইমরান খানের বিচার প্রকাশ্যেই পরিচালনার নির্দেশ দিলো আদালত

ইমরান খানের বিচার প্রকাশ্যেই পরিচালনার নির্দেশ দিলো আদালত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ কারাগারের ভেতরে আদালত বসিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বেআইনি ঘোষণা করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। এবার তার বিচার প্রকাশ্যেই পরিচালনার নির্দেশ দিল আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে আগামী ২৮ নভেম্বর ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দিয়েছে। এখন তা বাস্তায়নের অপেক্ষায় আছেন বলে স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে জানিয়েছেন ইমরানের আইনজীবী নাঈম পানজুথা। আগস্টে ইমরান খান জেলে যাওয়ার পর এবারই তাকে প্রথম জনসম্মুখে দেখা যাবে। আদালতের নির্দেশে নির্ধারিত তারিখে ইমরান খান আদালতে উপস্থিত থাকবেন কিনা আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে তা জানতে চাইলে তিনি এ নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন