News71.com
 International
 23 Nov 23, 01:18 PM
 190           
 0
 23 Nov 23, 01:18 PM

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করলো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করলো উত্তর কোরিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সঙ্গে হওয়া সামরিক চুক্তি পুরোপুরি স্থগিত করেছে উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে পাঁচ বছর আগে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার পিয়ংইয়ং দাবি করে যে, তারা একটি গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। এর পরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে দক্ষিণ কোরিয়া। 

 

সিউল জানিয়েছে, তারা সীমান্তে নজরদারি ফ্লাইট পুনরায় চালু করবে। দক্ষিণ কোরিয়াও চুক্তিটি আংশিকভাবে স্থগিত করে। পিয়ংইয়ং এখন চুক্তিটি পুরোপুরি স্থগিত করার এবং সীমান্তে শক্তিশালী বাহিনী ও সরঞ্জাম পাঠানোর অঙ্গীকার করছে। কিম জং উন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে আমাদের সেনাবাহিনী ১৯ সেপ্টেম্বরের উত্তর-দক্ষিণ সামরিক চুক্তিতে আবদ্ধ থাকবে না। দেশটি স্থল, সমুদ্র ও আকাশসহ সব ক্ষেত্রে সামরিক সংঘাত প্রতিরোধে নেওয়া সমস্ত ব্যবস্থা প্রত্যাহার করার এবং সীমান্ত অঞ্চলে আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী ও নতুন ধরনের সামরিক হার্ডওয়্যার মোতায়েন করার প্রতিশ্রুতি দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন