News71.com
 International
 19 Nov 23, 05:53 PM
 32           
 0
 19 Nov 23, 05:53 PM

ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন জো বাইডেন

ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন জো বাইডেন

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের জেরে ফিলিস্তিনের পশ্চিমতীর অঞ্চলে গত দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলের সেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিচ্ছেন, তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

শনিবার অন্যতম শীর্ষ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম বিভাগে বাইডেন লিখেছেন, ‘আমি ইসরাইলের নেতাদের জোরালোভাবে বলছি- পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন