News71.com
 International
 19 Nov 23, 12:24 PM
 162           
 0
 19 Nov 23, 12:24 PM

গাজার আল-শিফা হাসপাতালকে ডেথ জোন ঘোষণা

গাজার আল-শিফা হাসপাতালকে ডেথ জোন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে গাজার আল-শিফা হাসপাতালকে চিকিৎসার পাশাপাশি অনেক ফিলিস্তিনি নিরাপদ স্থান ভেবে আশ্রয় নিয়েছিলেন। সেই হাসপাতালকেও ডেথ জোন হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা অবস্থান করছেন, তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৯১ রোগী ও ২৫ স্বাস্থ্যকর্মী এখনো হাসপাতালের ভেতরে রয়েছেন। সংস্থাটি বলছে, হাসপাতালের ভেতরে তারা এক ঘণ্টা অবস্থান নিতে সক্ষম হয়। আর এই এক ঘণ্টার পরিদর্শনে হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দেন তারা। এর আগে শনিবার হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে এক ঘণ্টার মধ্যে রোগীদের হাসপাতাল ছাড়ার আলটিমেটাম দেয় ইসরাইলি বাহিনী। ইসরাইলি আগ্রাসন থেকে বাঁচতে হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছিল আড়াই হাজারের মতো বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন