
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের অবিরাম হামলায় গাজায় সাধারণ নাগরিকদের হত্যার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দ্বিতীয় ‘ভার্চুয়াল ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’ এ তিনি নিন্দা জানান। চলমান ইসরাইল ফিলিস্তিন সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় গ্লোবাল সাউথের মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, ভারত সবসময় সন্ত্রাসী ও সহিংসতার বিরোধিতা করে। এমনকি গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের হামলারও। তবে চলমান এই সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর নিন্দা জানাই।
মোদি আরও বলেন, আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়ার ঘটনায় বিশ্বে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। আমরা ৭ অক্টোবর হামাসের হামলারও তীব্র নিন্দা জানাই। চলমান এ সংঘাত নিরসনে সংলাপকে প্রাধান্য এবং সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরাও সংযম দেখিয়েছি। আমরা সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছি। আমরা ইসরাইল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি।