News71.com
 International
 17 Nov 23, 08:34 PM
 160           
 0
 17 Nov 23, 08:34 PM

মিয়ানমারে জঙ্গি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত

মিয়ানমারে জঙ্গি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের চিন রাজ্যে একটি স্কুলে সামরিক জঙ্গি বিমান হামলায় ৮ শিশুসহ ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, পার্বত্য এলাকার প্রত্যন্ত ভুইলু গ্রামে বুধবার এ হামলা হয়। সামরিক বাহিনীর জঙ্গি বিমান সন্ধ্যায় গ্রামটিতে অন্তত দুটো বোমা ফেলেছে। 

 

এতে একটি বাড়ি বিধ্বস্ত হয়। বাড়িটি অস্থায়ী একটি স্কুল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বোমা হামলায় সেখানে পড়ুয়া ৮ জন শিশু এবং প্রাপ্তবয়স্ক তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক শিক্ষক তার মা এবং দুই সন্তানও আছে। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। বোমায় গ্রামের আরও কয়েকটি বাড়ি এবং দুটো গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মিয়ানমার সম্প্রতি গৃহযুদ্ধের করাল গ্রাসে নিমজ্জিত। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেওয়ার পর থেকেই জান্তা সরকার কঠিন সময় পার করছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন