News71.com
 International
 17 Nov 23, 10:30 AM
 192           
 0
 17 Nov 23, 10:30 AM

সামরিক যোগাযোগ আবার চালু করতে রাজি যুক্তরাষ্ট্র ও চীন

সামরিক যোগাযোগ আবার চালু করতে রাজি যুক্তরাষ্ট্র ও চীন

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ আবার চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থা এপেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন। এদিকে চার ঘণ্টার বৈঠকের পর ক্যালিফোর্নিয়ায় একক সংবাদ সম্মেলনে ওই বৈঠককে গঠনমূলক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন জো বাইডেন। 

 

এক বছরের মধ্যে এই প্রথম দুই প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠককে সবচেয়ে গঠনমূলক ও ফলপ্রসূ হিসাবে উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, বৈঠকে তারা সবকিছুতে একমত হননি। তবে শির সঙ্গে তার পুরো আলোচনা ছিল বেশ খোলামেলা। এ বৈঠকে জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের ‘মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরেছেন বাইডেন। চীনে আটক মার্কিন নাগরিকদের বিষয়ও বাইডেন বৈঠকে উত্থাপন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন