News71.com
 International
 16 Nov 23, 08:58 AM
 141           
 0
 16 Nov 23, 08:58 AM

হামাসের ভূগর্ভস্থ ৩০ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল

হামাসের ভূগর্ভস্থ ৩০ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উত্তর গাজায় হামাসের ভূগর্ভস্থ টানেলের প্রায় ৩০ শতাংশ ধ্বংস করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার আইডিএফ ইসরাইলের দখলকৃত হামাসের একটি বিশেষ টানেল সম্পর্কে বিশদ তথ্য উন্মোচন করেছে। এই বিশেষ টানেলটি হামাসের ভূগর্ভস্থ সদর দপ্তর ছিল বলে মনে করছে তারা। বিস্তৃত ছিল গাজা সিটির হামাসের মাটির ওপরের সামরিক হাইকমান্ড অঞ্চল থেকে ভূগর্ভস্থ অঞ্চল পর্যন্ত। 

 

টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ লুকিয়ে ছিল বলেও ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, বেশ কয়েকদিন আগেই টানেলটি দখল করেছিল ইসরাইল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন