News71.com
 International
 14 Nov 23, 08:31 PM
 180           
 0
 14 Nov 23, 08:31 PM

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয়নিঃ ম্যাথিউ মিলার

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয়নিঃ ম্যাথিউ মিলার

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে কারা সরকার গঠন করবে তা ঠিক করার দায়িত্ব সেদেশের জনগণের। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা বাড়তি সুবিধা দেয় না। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

 

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ঠিক করবে দেশের জনগণ। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির নাগরিকদের নির্ধারণ করা উচিত। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয়নি। আমরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন ম্যাথিউ মিলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন