News71.com
 International
 14 Nov 23, 08:24 PM
 168           
 0
 14 Nov 23, 08:24 PM

মাইক কেড়ে নেওয়া হলো গ্রেটা থানবার্গের

মাইক কেড়ে নেওয়া হলো গ্রেটা থানবার্গের

আন্তর্জাতিক ডেস্কঃ হামাস-ইসরাইল সংঘাতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গের। সম্প্রতি নেদারল্যান্ডসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, গত রোববার আমস্টারডামে একটি জলবায়ু বিক্ষোভে অংশ নেওয়ার সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাদা-কালো রুমাল (কেফিয়াহ) পরে হাজির হয়েছিলেন সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। সেখানে বক্তব্য দেওয়ার সময় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

কিন্তু এই সময় হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে এসে গ্রেটার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তার দাবি, তারা জলবায়ু বিক্ষোভে অংশ নিতে এসেছেন, অন্য কথা শুনতে নয়। পরে ওই ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেওয়ার পর গ্রেটা স্লোগান দিতে শুরু করেন, ‘নো ক্লাইমেট জাস্টিস অন অক্যুপাইড ল্যান্ড’ অর্থাৎ ‘অধিকৃত ভূমিতে জলবায়ু ন্যায়বিচার পায় না’। এ সময় তার সঙ্গে সুর মেলায় উপস্থিত জনতাও। তবে এই ঘটনার পর পশ্চিমাদের তোপের মুখে পড়তে হয়েছে সুইডিশ তরুণীকে, বিশেষ করে জার্মানিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন