News71.com
 International
 13 Nov 23, 11:28 AM
 176           
 0
 13 Nov 23, 11:28 AM

গাজা পরিচালনা করবে ইসরাইলি বাহিনীঃ বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা পরিচালনা করবে ইসরাইলি বাহিনীঃ বেনিয়ামিন নেতানিয়াহু

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে গাজার সবকিছু পরিচালনা করবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হামাস এমনকি কোনো ফিলিস্তিনি বেসামরিক সরকারও প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজায় আপাতত ইসরাইল কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলেও জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী। এর বদলে গাজায় সর্বশক্তি প্রয়োগ করে সামরিক অভিযান অব্যাহত রাখা হবে।

তিনি বলেছেন, আমাদের সব সেনাদের নিয়ে, আমাদের সর্বশক্তি নিয়ে বিজয়ের আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহু আরও বলেছেন, হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সেখানে লুকানোর কোনো নিরাপদ জায়গা নেই। হামাসের সব সদস্যকে হত্যা করা হবে। আমাদের সেনারা তাদের আকাশ থেকে হামলা চালাচ্ছে; স্থল থেকে হামলা চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন