News71.com
 International
 12 Nov 23, 05:19 PM
 207           
 0
 12 Nov 23, 05:19 PM

গাজায় চলমান ধ্বংস যজ্ঞের মূলহোতা আমেরিকাঃ ইরান

গাজায় চলমান ধ্বংস যজ্ঞের মূলহোতা আমেরিকাঃ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান অপরাধ ও ধ্বংস যজ্ঞের মূলহোতা হিসেবে আমেরিকাকে অভিযুক্ত করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম নেতাদের এক জরুরি সম্মেলনে এমন মন্তব্য করেন।

এ সময় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান নৃশংস অভিযানের কথা উল্লেখ করে দেশটির সামরিক বাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার জন্য আহ্বান জানিয়েছেন ইরানি নেতা। রাইসি বলেন, ‘ইসলামী সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসী সরকারের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা।’ গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরাইল। গোটা বিশ্বের আহ্বান উপেক্ষা করেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত দখলদার ইসরাইলি বাহিনী। এমন প্রেক্ষাপটে শনিবার জরুরি বৈঠক আহ্বান করে আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন