News71.com
 International
 11 Nov 23, 08:54 PM
 151           
 0
 11 Nov 23, 08:54 PM

গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধের দাবিতে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত

গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধের দাবিতে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর যুদ্ধ বন্ধের দাবি নিয়ে সৌদি আরবে একত্রিত হয়েছেন ইসলামিক ও আরব বিশ্বের নেতারা। শনিবার রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক বিশ্বের নেতাদের বৈঠক আয়োজনা করা হয়।

 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ বেশ কয়েকজন বড় বিশ্ব নেতা এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন থেকে গাজায় ইসরাইলের হামলা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা জানানো হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদও এ সম্মেলনে অংশ নিয়েছেন। এ বছরের শুরুতে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন