News71.com
 International
 11 Nov 23, 08:49 PM
 174           
 0
 11 Nov 23, 08:49 PM

আইসল্যান্ডে ৮০০টি ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

আইসল্যান্ডে ৮০০টি ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

 

আন্তর্জাতিক ডেস্কঃ একের পর এক শক্তিশালী ভূমিকম্প অনূভূত হয়েছে আইসল্যান্ডে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে উপদ্বীপটিতে প্রায় ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আইসল্যান্ডে। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকজেনেস উপদ্বীপে ক্রমাগত এই ভূকম্পন অনুভূত হয়। ধারণা করা হচ্ছে, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে।

 

আইসল্যান্ডিক মেট অফিস জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং দেশটির দক্ষিণ উপকূলের বেশিরভাগ অংশে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন