News71.com
 International
 10 Nov 23, 11:56 AM
 173           
 0
 10 Nov 23, 11:56 AM

মিয়ানমার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে পারেঃ প্রেসিডেন্ট সুয়ে

মিয়ানমার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে পারেঃ প্রেসিডেন্ট সুয়ে

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলের সহিংসতা সরকার কার্যকরভাবে দমন করতে না পারলে মিয়ানমার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জান্তা সরকারের প্রেসিডেন্ট সুয়ে। মিয়ানমারের রাজধানী নেপিডোতে জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। 

 

রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, জান্তা-শাসিত মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ মিয়ন্ত সুয়ে বলেন, সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সহিংসতা দমনে অকার্যকর ব্যবস্থাপনার কারণে দেশ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ‘সীমান্ত অঞ্চলে যে সহিংসতার ঘটনা ঘটছে তা সরকার কার্যকরভাবে দমন করতে না পারলে দেশ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। এ বিষয়টি খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা প্রয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন রাষ্ট্রের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন পুরো জাতিরই তাতমাদোকে (সেনাবাহিনী) সমর্থন করা দরকার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন