
আন্তর্জাতিক ডেস্কঃ চলমান সংঘাতের মধ্যে ইসরাইলকে জরুরি সামরিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া একটি বিল আটকে দিয়েছে সিনেট। মঙ্গলবার (৭ নভেম্বর) প্রস্তাবটি সিনেটে তোলা হলে তা আটকে দেন ডেমোক্র্যাট সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলকে এক হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে একটি বিল পাশ করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এর মধ্যে স্বল্পপাল্লার রকেট হামলা মোকাবিলায় আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ৪০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এ বিলে ইউক্রেনের জন্য কোনো অর্থ সহায়তা রাখেননি রিপাবলিকান সদস্যরা। যদিও ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকেও অর্থ সহায়তা দিতে চান ডেমোক্র্যাটরা। ফলে সিনেটে বিলটি তোলা হলে সেখানে ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়বে বলে আগেই সতর্ক করেছিলেন অনেকে।