News71.com
 International
 08 Nov 23, 12:34 PM
 217           
 0
 08 Nov 23, 12:34 PM

গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরাইলের হাতে থাকবেঃ নেতানিয়াহু

গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরাইলের হাতে থাকবেঃ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার ‘সার্বিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্ট সময়ের জন্য’ ইসরাইলের হাতে থাকবে। মার্কিন চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সেখানে তিনি জিম্মিদের মুক্তি দেওয়ার শর্ত ছাড়া অস্ত্রবিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহু বলেন, কৌশলগত বিরতির কথা যদি হয় যে, এক ঘণ্টা এখানে, এক ঘণ্টা সেখানে এর আগেও আমরা এটা করেছি। আমার মনে হয় আমরা পরিস্থিতি বিবেচনা করে দেখবো যাতে করে পণ্য-সামগ্রী, মানবিক পণ্য প্রবেশ করতে দেয়া হয় এবং আমাদের জিম্মি বা কোন এক জিম্মিকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ইরান ও মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন