News71.com
 International
 07 Nov 23, 09:42 AM
 247           
 0
 07 Nov 23, 09:42 AM

ইসরায়েলের হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ২২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫২ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ৪ হাজার ১০৪টি শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছেন। আর উপত্যকাটিতে পাশবিক হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। গাজায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ১৯২ জন চিকিৎসাকর্মী। এ সময় ১৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ৩২টি অ্যাম্বুলেন্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন