News71.com
 International
 06 Nov 23, 11:28 PM
 180           
 0
 06 Nov 23, 11:28 PM

মধ্যপ্রাচ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সাবমেরিনে থাকা ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এগুলো সঠিক নিশানায় আঘাত হানতে অত্যন্ত কার্যকর। একই সঙ্গে এসব ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত করেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়।

মার্কিন নৌবাহিনী রোববার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠানোর কথা ঘোষণা দিয়ে জানায়। যুক্তরাষ্ট্রকে সাধারণত এভাবে ঘোষণা দিয়ে সাবমেরিনের অবস্থান জানানোর কথা বলতে দেখা যায় না। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন