
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল রোববার সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা এক বার্তায় এই নিন্দা জানান সংস্থাটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এর পর বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে একমত পোষণ করে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে দলটির নেতাকর্মীদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলটির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। অসংখ্য নেতাকর্মী গ্রেফতার এড়াতে বাড়িছাড়া। এ অবস্থায় চলমান ধরপাকড় ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।