News71.com
 International
 06 Nov 23, 02:19 PM
 149           
 0
 06 Nov 23, 02:19 PM

ইসরায়েলের পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি বিশ্বের জন্য সতর্কবার্তাঃ ইরান

ইসরায়েলের পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি বিশ্বের জন্য সতর্কবার্তাঃ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল সরকারের ‘পারমাণবিক বোমা ব্যবহারের’ হুমকিকে সমগ্র বিশ্বের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছেন। রবিবার রাতে নাসের কানানি এক্সে এক পোস্টে এই মন্তব্য করেন।

কানানি লেখেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে গাজায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সীমাহীন নৃশংসতা এবং ইহুদি সরকারের ক্যাবিনেট মন্ত্রীর পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি সমগ্র বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। বিশ্বের উচিত অবিলম্বে এই ফ্যাসিবাদী ও বর্ণবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এর সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনা।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন