News71.com
 International
 04 Nov 23, 11:41 PM
 240           
 0
 04 Nov 23, 11:41 PM

ইসরাইলের অসামঞ্জস্যপূর্ণ ও নৃশংস হামলায় আমরা হতাশঃ সোনিয়া গান্ধী

ইসরাইলের অসামঞ্জস্যপূর্ণ ও নৃশংস হামলায় আমরা হতাশঃ সোনিয়া গান্ধী

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল-হামাস সংঘাত নিয়ে জাতিসংঘে উত্থাপিত সাম্প্রতিক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত। এর তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, তার দল হামাসের হামলার দ্ব্যর্থহীন নিন্দা করলেও ইসরাইলি রাষ্ট্র এখন এমন একটি জনগোষ্ঠীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার দিকে মনোনিবেশ করেছে, যারা মূলত অসহায় এবং নির্দোষ।

 

তিনি আরও বলেন, তার দলের দীর্ঘদিনের অবস্থান হচ্ছে ইসরাইলের সঙ্গে শান্তিতে সহাবস্থানকারী একটি সার্বভৌম স্বাধীন, টেকসই ও সুরক্ষিত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সরাসরি আলোচনাকে সমর্থন করা। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী আরও বলেন, মানবতা এখন বিচারের সম্মুখীন। ইসরাইলের অসামঞ্জস্যপূর্ণ ও নৃশংস হামলায় আমরা হতাশ। আর কত জীবন নেবে ইসরাইল?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন