
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে ইসরাইলের বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে-গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে ইসরাইলের হামলায় ১৫ জন এবং একটি স্কুলে হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। স্কুলটিতে বাস্ত্যুচ্যুত হওয়া নাগরিকরা আশ্রয় নিয়েছিলেন। অ্যাম্বুলেন্সে হামলার দায় স্বীকার করে ইসরাইলের দাবি, হামাস সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিলেন। তাই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।