
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে মাদক পুনর্বাসনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় ওই মাদক পুনর্বাসনকেন্দ্রে অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে আজ বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। তেহরানের উত্তরে গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরে একটি মাদক পুনর্বাসন শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।