
আন্তর্জাতিক ডেস্কঃ গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইসলামপন্থি রাজনৈতিক সশস্ত্র সংগঠন হুথি। বুধবার দেওয়া ঘোষণায় সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তারা আবারও ইসরাইলের বেশ কয়েকটি লক্ষবস্তুতে প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই ড্রোন উৎক্ষেপণ করেছে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলতে থাকবে।’ ইসরাইলি কর্তৃপক্ষ এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বলেছে, তারা প্রতিরক্ষামূলক শক্তিবৃদ্ধি হিসাবে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র বোট মোতায়েন করেছে।