News71.com
 International
 02 Nov 23, 11:45 PM
 193           
 0
 02 Nov 23, 11:45 PM

ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় দখলদার ইসরাইলি সেনাদের নির্বিচার হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। এছাড়া ইসরাইলে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশও দিয়েছে দেশটি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চারটি দেশ। এর মধ্যে অন্যতম ছিল বাহরাইন।

 

বাহরাইনের সংসদের নিম্নকক্ষ বৃহস্পতিবার রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। বাহরাইনের সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরাইলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন