News71.com
 International
 02 Nov 23, 02:45 PM
 161           
 0
 02 Nov 23, 02:45 PM

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জর্ডান

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জর্ডান

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় চলমান হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল থেকে ‘অবিলম্বে’ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্ডান। দেশটির অভিযোগ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ তৈরি করেছে। একই সঙ্গে ইসরাইলকেও জর্ডান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি অবিলম্বে ইসরাইল থেকে জর্ডানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘ইসরাইলের যুদ্ধে গাজায় নিরপরাধ মানুষের প্রাণ যাচ্ছে’ বলে বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দূত তখনই ইসরাইলে ফিরে যাবে, যখন ইসরাইল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবে। একই সঙ্গে ইসরাইলকে তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন