News71.com
 International
 01 Nov 23, 01:24 PM
 148           
 0
 01 Nov 23, 01:24 PM

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। মঙ্গলবার বলিভিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি বলেন, গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল, যা গ্রহণযোগ্য নয়।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন