
আন্তর্জাতিক ডেস্কঃ মিসরে একযোগে একাধিক গাড়ির সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৬০ জন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।