News71.com
 International
 28 Oct 23, 09:06 PM
 125           
 0
 28 Oct 23, 09:06 PM

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি প্রগতিশীল ইহুদি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ হয়েছে। শুক্রবার শহরের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হলে সমাবেশ করেন শত শত বিক্ষোভকারী। অতিরিক্ত জনসমাগমের কারণের রেল স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।  

 

নিউইয়র্কের পুলিশ বিভাগ বলেছে, কমপক্ষে ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্ষোভের আয়োজকদের দাবি, গ্রেপ্তার মানুষের সংখ্যা তিন শতাধিক। শুক্রবার এ বিক্ষোভের আয়োজন করে জিউস ভয়েস ফর পিস, নিউইয়র্ক। সংগঠনটির দাবি, তাদের হাজারো সদস্য বিক্ষোভে অংশ নিয়েছিলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন