
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সেনারা টানা ২০ দিন ধরে গাজা সীমান্তে অবস্থান করছে। স্থল অভিযানের জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছে বলে দাবি তাদের। তবে স্থল আক্রমণ চালাবেন কিনা তা নিয়ে বিভক্ত দেশটির রাজনৈতিক ও সামরিক নেতারা। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে বন্দি দুই শতাধিক জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য আলোচকদের আরও সময় দেওয়াই এ বিলম্বের উদ্দেশ্য।
তবে ইসরায়েলি যেসব নেতা হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কীভাবে তা করবেন, সে বিষয়ে এখনও একমত হতে পারেননি। নেতাদের কেউ কেউ উদ্বিগ্ন যে সেনাবাহিনী বড় ক্ষতির মুখে পড়বে। কারণ, গাজার ভেতরে এ ধরনের আগ্রাসন জটিল নগরযুদ্ধে রূপ নিতে পারে। আবার কেউ কেউ সংঘাত শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন। কারণ, হামাসের অন্যতম মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অনেক শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।