News71.com
 International
 27 Oct 23, 11:35 AM
 170           
 0
 27 Oct 23, 11:35 AM

মমতার বন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি

মমতার বন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযানের পর পশ্চিমবঙ্গের বনমন্ত্রী (সাবেক খাদ্য ও সরবরাহ মন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে ইডি। রেশন বণ্টন ব্যবস্থায় দুর্নীতি এবং এর মাধ্যমে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার অভিযোগে শুক্রবার ভোর ৩টা ২৩ মিনিটে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্মকর্তারা। 

 

গত মন্ত্রিসভায় তিনি যখন ওই দপ্তরের মন্ত্রী ছিলেন তখনই তার বিরুদ্ধে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের পর ২০২২ সালে এ নিয়ে একটি মামলাও হয়। যদিও নিজের ও দপ্তরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই এর আগে অস্বীকার করেছিলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এ সদস্য রাজনীতিতে ‘বালু’ নামেই পরিচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন