
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ৫০-৬০ জন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। মেইন শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ। হামলার ঘটনায় তদন্ত চলছে। ফলে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি আইন প্রয়োগকারী কর্মকর্তারা।