
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ দূর করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় চীন। দুই পক্ষের মধ্যে মতপার্থক্যগুলোর সমাধান করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে আগ্রহী দেশটি। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জাতীয় কমিটির বার্ষিক নৈশভোজে পাঠানো এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই আগ্রহের কথা শি জিনপিং এমন সময় জানালেন যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আর সামনের মাস নভেম্বরে তিনি নিজেই যুক্তরাষ্ট্র সফর করবেন।