
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে মঙ্গলবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে মন্ত্রিসভায় এ রদবদল আনা হলো।
গত জুলাই মাসে কোনো ব্যাখ্যা ছাড়াই কিন গ্যাংকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সেপ্টেম্বরে খবরে আসে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর আড়ালে চলে যাওয়ার বিষয়টি। কয়েক মাস ধরে চলা গুঞ্জনের পর চীনের মন্ত্রিসভায় আনুষ্ঠানিক এই রদবদল ঘোষণা করা হলো। লি শাংফুর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনো জানা যায়নি।