News71.com
 International
 24 Oct 23, 05:21 PM
 248           
 0
 24 Oct 23, 05:21 PM

ইসরায়েল মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে নাঃ ইব্রাহিম রাইসি

ইসরায়েল মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে নাঃ ইব্রাহিম রাইসি

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে, ইসরায়েল কখনোই কোনো মুসলিম বা আঞ্চলিক দেশের বন্ধু হতে পারে না। সোমবার তেহরানে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

রাইসি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপরাধকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পুরোপুরি সমর্থন করেছে। গাজায় চলমান ইসরায়েলের অপরাধ এবং যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, সব দেশকেই বুঝতে হবে যে, এই অহংকারী শাসকরা কখনোই তাদের সত্যিকারের বন্ধু হতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন