
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইয়েলের মধ্যে এই সংঘাতে নিহতদের মধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু রয়েছে। এছাড়া নারীর সংখ্যা ১ হাজার ১০১ জন।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইসরায়েলের মামলায় আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। পরিসংখ্যান অনুযায়ী, হতাহতদের মধ্যে ৬৪ শতাংশ শিশু ও নারী। এছাড়া এখনও অনেক মানুষ বিধ্বস্ত বাড়িঘরের নিচে আটকা পড়ে আছেন। এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটির নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহতদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।