
আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েকদিন ধরে সীমান্তে ইসরাইলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর থেমে থেমে সংঘর্ষ চলছে। এতে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। এ বিষয়ে সতর্ক করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরাইলের প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। আগুন নিয়ে খেলছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলার ঘটনা দেখতে পাচ্ছি আমরা। তেল আবিব জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরাইলের পশ্চিম গ্যালিলি এলাকায় অন্তত গত কয়েকদিনে অর্ধশত রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে গাইডেড ক্ষেপণাস্ত্রও রয়েছে।