News71.com
 International
 22 Oct 23, 12:36 PM
 163           
 0
 22 Oct 23, 12:36 PM

হামাসকে উৎখাতে গাজায় প্রবেশের প্রস্তুতি ইসরাইলি বাহিনীর

হামাসকে উৎখাতে গাজায় প্রবেশের প্রস্তুতি ইসরাইলি বাহিনীর

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি শনিবার সেনাবাহিনীর কমান্ডারদের বলেছেন, হামাসকে উৎখাত করতে সামরিক বাহিনী অভিযান শুরু করবে। তিনি বলেন, আমরা গাজা উপত্যকায় প্রবেশ করবো।

 

আইডিএফের গোলানি ব্রিগেডকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসের সদস্য ও অবকাঠামো ধ্বংসের জন্য আমরা একটি অপারেশনাল ও পেশাদার কাজ শুরু করব। আইডিএফ যখন গাজায় প্রবেশ করবে, তখন তারা ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪০০ লোককে হত্যা করার সময় ঘটে যাওয়া ছবিগুলো ‘মনে রাখবে’। তিনি বলেন, গাজা জটিল এবং জনাকীর্ণ কিন্তু আইডিএফ প্রস্তুতি নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন