
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে ২২ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ফিলিস্তিনের ১৮, ইসরাইলের তিন এবং লেবাননের একজন সাংবাদিক রয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৫ জনের মৃত্যুর ঘটনায় ইসরাইলের বিমান হামলাকে দায়ী করেছে সিপিজে। এ ছাড়া সংঘাতে পড়ে আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ কিংবা আটক রয়েছেন। সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয় সংঘাতে জড়িত পক্ষগুলোর।