
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করছে ইসরাইল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। নিরাপত্তাজনিত কারণে তুরস্কে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ ইসরাইলি সব কূটনীতিক তুরস্ক ত্যাগ করেছেন। নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সব দেশ থেকেও কূটনীতিকদের প্রত্যাহার করছে ইসরাইল। ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এএফপি বলছে, এটি সাময়িক ব্যবস্থা। এটি স্বল্পমেয়াদে থাকবে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিকালে তুরস্ক থেকে সব কূটনীতিককে সম্ভব যত দ্রুত সম্ভব ফিরে আসার নির্দেশনা দেয়।